মোঃ আব্দুল্লাহ আল শামীম -সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে আনন্দ শোভা যাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে সংগঠনের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে এসে শেষ হয়। এর পর জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামীলীগর সাধারন সম্পাদক হাসনা হেনা। পরে মহিলা আওয়ামীলীগের শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জেলা,সদর থানা এবং পৌর মহিলা আওয়ামীলীগের নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন
প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল