অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার বয়স হয়েছে, তিনি বর্তমানে বিশ্রামে আছেন বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের জনসেবা প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, এতিমের টাকা চুরি করে বিচারের মুখোমুখি হয়েছেন খালেদা জিয়া। আর এই বিচারে তার টাকা চুরি প্রমাণিত হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন। উনি ওখানেই থাক। তার বয়স হয়েছে সেখানেই বিশ্রাম নিক। তিনি দুর্নীতি করেছেন তার ফল ভোগ করছেন।
তথ্যমন্ত্রী বলেন, প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। জঙ্গি সন্ত্রাস বর্জন করে প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বুকে টেনে নিন। দেখবেন অনেক প্রশান্তি পাবেন। জঙ্গিবাদ সন্ত্রাস থেকে দুরে থাকুন। বর্তমান সরকারের আমলে জঙ্গিবাদ সন্ত্রাস আর দুর্নীতি করে কেউ পার পাবে না।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন, মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফ, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, জনসেবা সংস্থার নির্বাহী পরিচালক আতিয়ার রহমান বাবলু প্রমুখ।