কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় দুই মাথা নিয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। জেলার দেবিদ্বার উপজেলার সেবা হাসপাতালে গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শিশুটির জন্মগ্রহণ করেছে। শিশুটি ছেলে।
বাঙ্গরা বাজার থানার সিমারপাড় এলাকার ওমান প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী মরিয়ম বেগম ঐ শিশুটির জন্ম দেয়। বর্তমানে মা ও শিশুটি সুস্থ আছেন। অস্ত্রোপচারের মাধ্যমে ডেলিভারিটি করেন সার্জন গাইনি বিশেষজ্ঞ ডা. মির্জা আসাদুজ্জামন রতন।
ডা. মির্জা আসাদুজ্জামান রতন বলেন, তার প্রসব ব্যথা উঠলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। ডেলিভারির মাধ্যমে শিশুটি জন্মগ্রহণ করা হয়েছে। তবে শিশুটির দুইটি মাথা রয়েছে। মা ও শিশু এখনো সুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার পরার্মশ দিয়েছি।