April 25, 2025, 10:05 pm

সংবাদ শিরোনাম
বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল বেনাপোল স্হল বন্দর দিয়ে গাড়ী আমদানি কমেছে যশোরে সন্ত্রাসী হৃদয় আটক দেখার কেউ নেই, ভুয়া সদস্যের ছড়াছড়ি-রংপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নে

কথিত প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার সুবা

খন্দকার সোহেল রানা সৈকতঃ

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে তার কথিত প্রেমিক নওগাঁ পৌর এলাকার মুমিনের প্রতিবেশীর বাড়ি থেকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে করে পুলিশ ও র‌্যাবের একটি চৌকস দল।

বিষয়টি নিয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দৈনিক প্রাইভেট ডিটেকটিভকে জানান, ঢাকা থেকে সুবা মিসিং হয়েছে এমন একটি তথ্য আমাদের কাছে ছিলো। এবং সেই সুবা নওগাঁ অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে আরজি নওগাঁ মধ্যপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তার কথিত প্রেমিক মুমিনের বাসায় অভিযান চালানো হয়। সেই সময় মুমিন ও সুবাকে না পেয়ে মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরে সে স্বীকার করে যে, সুবা তাদের কাছেই রয়েছে। তার এমন স্বীকারক্তির ভিত্তিতে তাদের প্রতিবেশীর বাড়ি থেকে ঘাপটি মেরে থাকা অবস্থায় সুবা ও মুমিনকে উদ্ধার করে পুলিশ এবং র‌্যাব-৫। এরপর র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়।

খবরে জানা যায়, কিছু দিন আগে সুবার মায়ের ক্যানসারের চিকিৎসার জন্য বরিশাল থেকে তারা সপরিবারে ঢাকায় এসে তার ফুফুর বাড়িতে উঠে। সুবার বাবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকের) একটি আবেগঘন পোস্টের মাধ্যমে তার নিখোঁজের খবরটি ব্যপক ভাইরাল হয়।

ওসি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনকে আরও জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর