March 14, 2025, 5:03 pm

সংবাদ শিরোনাম
গঙ্গাচড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল জেনাসের উদ্যোগে ফায়ার সেফটি প্রশিক্ষণ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক আসন্ন ঈদ উপলক্ষে রংপুর রিজিয়নে মহাসড়কে হাইওয়ে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা শেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রাজস্থলীতে দূর্গম মিতিংগা ছড়ির গৃহহীন অসহায় পাহাড়ি পরিবারের পাশে দাঁড়ালো কাপ্তাই সেনা জোন মিঠাপুকুরে দীর্ঘ ১৩ বছর পর হত্যা মামলা দায়ের প্রথমবারের মত বান্দরবান পৌরসভায় ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত টেকনাফে মালয়েশিয়াগামী ১৮ রোহিঙ্গাকে উদ্ধার বিলাইছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

মুন্সিগঞ্জের শীর্ষ ডাকাত কানা জহিরসহ ১৪ জনের নামে মামলা

এম এইচ শাহীন: মুন্সীগঞ্জ সদরের মেঘনায় পুলিশ ও ডাকাতদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় শীর্ষ ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহিরসহ ১৪ জনের নামে পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। সদর উপজেলার চরআব্দুল্লাহ নৌ- ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। রোববার রাতে মামলা দুটি নথিভুক্ত হয়।

মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, পুলিশের কাজে বাঁধা ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে হত্যা চেষ্টার অভিযোগে মেঘনার শীর্ষ নৌ- ডাকাত কানা জহিরকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়- সাত জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পুলিশের অভিযানে ককটেল, গুলি, চাইনিজ কুড়াল উদ্ধার ও স্পিডবোট জব্দের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে অপর আরেকটি মামলা দায়ের করেন চরআব্দুল্লাহ নৌ- ফাঁড়ির ইনচার্জ মো. আতাউর রহমান। এ মামলায়ও কানা জহিরকে প্রধান আসামি করে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়- সাত জনকে আসামি করা হয়।

গত শনিবার (০১ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার কালীরচর গ্রামে পুলিশ ও মেঘনার নৌ- ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির বাহিনীর মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় কানা জহিরের দুই সহযোগী গুলিবিদ্ধ হয়। গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাত দল পালিয়ে গেলে ১১টি ককটেল, এক রাউন্ড রাইফেলের গুলি, একটি চাইনিজ কুড়াল উদ্ধার ও ডাকাত দলের ব্যবহৃত একটি স্পিডবোট জব্দ করে পুলিশ।

কানা জহির, পিয়াস ও নয়নের নিয়ন্ত্রণে এখন মেঘনা। নদীর দখল ছেড়ে দেয়ার পর এই নৌপথে চাঁদাবাজ ও ডাকাত দলের প্রধান কানা জহির, রিপন, পিয়াস ও নয়ন নিয়ন্ত্রণ ছাড়ছে না। কানা জহিরের বিরুদ্ধে ২৭টি, পিয়াসের ৩৬টি, নয়নের বিরুদ্ধে ৩৩টি, জিতুর বিরুদ্ধে ২২টি এবং রিপনের বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে মুন্সীগঞ্জ সদর, গজারিয়া ও চাঁদপুর জেলায়।

কোস্ট গার্ড, নৌ পুলিশ ও নেতাদের মাসোহারা দিয়ে বছরের পর বছর ধরে এই ডাকাতরা মেঘনায় চাঁদাবাজিসহ ডাকাতি করে চলেছে।

এদিকে, গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) রাতে মেঘনায় ডাকাত-পুলিশ সংঘর্ষে দু’জন নিহত হয়।

মেঘনায় উত্তোলিত চাঁদার টাকার ভাগবাটোয়ারা নিয়ে কানা জহির গংয়ের দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে এই হত্যার ঘটনা ঘটে বলে একাধিক সূত্র জানায়। এ হত্যা দুটির ঘটনায় চাঁদপুর কিংবা মুন্সীগঞ্জ থানায় আজও মামলা হয়নি। সীমানা জটিলতার কারণে মামলা বিলম্ব হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর