June 12, 2025, 7:17 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ ও বিদ্যালয় নতুন পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, শেখ হাসিনা দেশকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। তার সরকার, পুলিশ বাহিনী ও প্রশাসন দুর্নীতি করেছে। তার মেয়ে পুতুল একটি সেবামূলক প্রতিষ্ঠানের নামে বড় বড় প্রজেক্ট নিয়ে সাড়ে ৬ হাজার কোটি টাকা লুটপাট করেছে। সেই টাকাগুলো কোথায় আছে, কোথায় পাচার করা হয়েছে তা দেশের মানুষ জানে না। শেখ হাসিনা তার মেয়ে ও বোনকে দিয়ে লুটপাটের আখড়া বানিয়েছে দেশকে। অবশেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। তার দাম্ভিকতার পতন হয়েছে।

এছাড়াও তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন শিক্ষার উন্নয়নে কাজ করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা ধ্বংস করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে আয়া থেকে শুরু করে সর্বত্র চাকুরী নিয়োগে দুর্নীতি-অনিয়ম হতো। তাদের অনিয়মটাই ছিলো নিয়ম। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে তারা নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিলো। কিন্তু তা বেশি দিন টিকেনি।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্যার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক একেএম ফরিদ উদ্দিন, বিজয় নগর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর রশিদ নাঈম, সহকারি প্রধান শিক্ষক লুৎফুর নাহার চৌধুরী, অভিভাবক সদস্য আরমান খন্দকার, শিক্ষার্থী ও অভিভাবকগন।

Share Button

     এ জাতীয় আরো খবর