July 17, 2025, 5:44 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা প্রতিনিধিঃ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখা।

আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা শহরের ডিবি রোডে গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবিনামা সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর প্রেরণ করেন।

মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির আইসিটি সম্পাদক অধ্যাপক নেয়ামুল আহসান পামেল। এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, আসাদুজ্জামান প্রামাণিক, মাছুমা আক্তার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন তোফা ও সাজেদুল কবির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক অশোক কুমার সাহা।

বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন করতে হলে একটি সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন জরুরি। পাশাপাশি, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাসাভাড়া এবং চিকিৎসা ভাতাসহ ১১ দফা ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যাপক পামেল বলেন, “বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাসাভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান, যা অত্যন্ত অমর্যাদাকর এবং সরকারি শিক্ষকদের সঙ্গে চরম বৈষম্য সৃষ্টি করে।” তিনি আরও বলেন, “সরকার একাধিক সংস্কার কমিশন গঠন করলেও আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করা হয়নি। তাই অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করে শিক্ষাক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবি বাস্তবায়ন করতে হবে।”

এ সময় বক্তারা শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর