November 13, 2025, 1:47 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

সিলেট ব্যুরোঃ

সিলেট শহরতলি শুক্রবারী বাজার প্রাঙ্গণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত চিকনাগুল (জৈন্তাপুর) ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত সম্মেলন।

চিকনাগুল ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রউফ এর সভাপতিত্বে ও মাওলানা মুহিব্বুল্লাহ, লুকমান হাকিম ও আফজাল হোসাইন এর যৌথ পরিচালনায় ২৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টা থেকে শুরু হওয়া সীরাত সম্মেলনে সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি শায়খুল হাদীস আতাউর রহমান কোম্পানিগঞ্জী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সীরাত-ই হচ্ছে আমাদের জীবনের পাথেয়। কেউ যদি আদর্শ রাষ্ট্র নায়ক হতে চায়, আদর্শিক পিতা হতে চায়, সমাজ সংস্কারক হতে চায় বা পরিবারের ক্ষেত্রে একজন আদর্শিক স্বামী হতে চায়, তাহলে তার উচিত রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ব্যাবস্থাকে আঁকড়ে ধরা। সীরাতুন্নাবী থেকে শিক্ষা নেওয়া।

বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণ জমিয়তের সভাপতি মুফতি মুজিবুর রহমান, হরিপুর বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা হিলাল আহমদ, রামধা মাদ্রাসার মুহাদ্দিস হাফিজ উল্লাহ কাসেমী, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি এবাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোয়াইনঘাটের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সিলেট-৪ এর খেজুর গাছের সম্ভাব্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী, জমিয়ত নেতা সৈয়দ সালিম কাসেমী, সিলেট জেলা উত্তর যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, যুবনেতা মোঃ জাকারিয়া, উবায়দুল্লাহ দরবস্তী, ছাত্রনেতা মুজিবুর রহমান, ইকরামুল হক জাবের ও আব্দুল্লাহ মাহফুজ, প্রমুখ।

বার্তা প্রেরক-

Share Button

     এ জাতীয় আরো খবর