রংপুর প্রতিনিধিঃ
শপথ নেওয়ার এক মাস পর রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা গতকাল দায়িত্ব নিয়েছেন। সকালে দায়িত্ব নেওয়ার পর সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে কাউন্সিলরদের নিয়ে প্রথম মাসিক সভা করে বেশ কিছু সিদ্ধান্ত নেন। সভায় দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সিটি করপোরেশন গড়তে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান মোস্তফা। পাশাপাশি তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান। সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হোসেন আজাদ, সচিব আবু সালেহ মোহাম্মদ মুসা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী আজম আলীসহ সব বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত বছর ২১ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয় মেয়র নির্বাচিত হন জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা। এ নির্বাচনে ৩৩ জন সাধারণ এবং ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন। ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নেন মেয়র ও কাউন্সিলররা।