January 15, 2025, 6:10 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুতিনের আনুগত্যের শপথ নেবেন ওয়াগনার সেনারা

আন্তর্জাতিক ডেস্কঃঃ

 

রাশিয়ার প্রতি অনুগত থাকার শপথ নিতে ভাড়াটে বাহিনী ওয়াগনারের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৫ আগস্ট) এ নিয়ে একটি ডিক্রি জারি করেছে ক্রেমলিন। এমন এক সময় এই নির্দেশ এল, যখন ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রিগোজিনকে পুতিন হত্যা করেছেন বলে পশ্চিমারা যে অভিযোগ করেছে, তা একদম মিথ্যা বলে দাবি করেছে ক্রেমলিন। দেশটি বলছে, ঠিক কী কারণে প্রিগোজিন মারা গেছেন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পরীক্ষা করে তবেই বলা যাবে।

 

মাস দুয়েক আগে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে ওয়াগনার গ্রুপ। তবে বেলারুশের মধ্যস্থতায় সেটি তুলে নেওয়া হয়। এর পর থেকেই ওয়াগনারকে সরকারি আনুগত্যে আনার চেষ্টা জোরদার করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এবার ওয়াগনার সেনাসহ অন্যান্য বেসরকারি বা ভাড়াটে বাহিনীকেও সরকারের আনুগত্য প্রকাশ করার শপথ নিতে বললেন পুতিন। এর মধ্য দিয়ে এসব গ্রুপে সরকারি নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা চলছে। শুক্রবার এ সংক্রান্ত ডিক্রি ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

 

গত জুনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিলেন প্রিগোজিন। ওই সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় ওয়াগনার সেনাদের মস্কো যাত্রা থামিয়ে দেন তিনি। এর ঠিক দুই মাস পর বুধবার (২৩ আগস্ট) রাশিয়ার টিভার অঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হন প্রিগোজিনসহ ওয়াগনারের ১০ কর্মকর্তা।

প্রিগোজিনের মৃত্যু নিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, প্রিগোজিন মেধাবী মানুষ ছিলেন। কিন্তু তিনি ভুল করেছেন। প্রিগোজিনের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে পুতিন বলেন, এ ঘটনায় যারা নিহত হয়েছেন তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমি প্রিগোজিনকে অনেক দিন ধরে চিনি। তাঁর ভাগ্য খারাপ ছিল। সে গুরুতর ভুল করেছে জীবনে। তবে সে সঠিক ফল পেয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর