পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদ জেলার ৫টি গির্জায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনেকের বাড়িতে ভাঙচুর করা হয়েছে। বুধবারের (১৬ আগস্ট) এ ঘটনায় দুইটি মামলা করেছে জারানওয়ালা পুলিশ। বৃহস্পতিবার (১৭ আগস্ট) জানা যায়, মামলায় আসামি করা হয়েছে ৬০০ জনকে।
পুলিশের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, এলাকায় একটি অভিযোগ ছড়িয়ে পড়ে। তাতে বলা হয়, জারানওয়ালার সিনেমা চকের কাছেই খ্রিস্টান কলোনির একটি বাড়িতে পবিত্র কোরআনের ছেঁড়া পাতা পাওয়া গেছে। এ খবরেই পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। অভিযোগে বলা হয়, স্থানীয়রা পাতাগুলো পেয়ে স্থানীয় ইমামকে দেখালে তিনি জনতাকে আরও উত্তেজিত করে তোলেন।
এ সময় হাজারো মুসলিম জনতা পাঁচটি গির্জায় আগুন ধরিয়ে দেন। এমনকি স্থানীয় এক অ্যাসিস্ট্যান্ট কমিশনারের বাড়িতেও হামলা চালানো হয়। পরিস্থিতি শান্ত করতে ৩ হাজার পুলিশ মোতায়েন করে পাঞ্জাব প্রশাসন। সাতদিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।
বুধবার রাতেই পাঞ্জাব প্রশাসন জানায়, এরই মধ্যে ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।