জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলার বামুনীয়া ইউনিয়নের খামার বামুনীয়া কালিতলা গ্রামের আজিমুল হকের বাড়িতে চেতনানাশক ঔষধ স্প্রে করে বাড়ির সবাইকে অচেতন করে দুর্ধষ বাড়ি চুরির ঘটনা ঘটেছে। জানাযায়, মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময় চোরের দল চেতনানাশক ঔষুধ স্প্রে করে বাড়ির সবাইকে অচেতন করে বাড়িতে ঢুকে ল্যাপটপ, মোবাইল, টিভি, মটর সাইকেল, নতুন কাপড় চোপড়, কম্বল নগদ টাকাসহ প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় বলে বাড়ির মালিক আজিমুল হক জানান।
বাড়িটি পাকা ওয়াল দিয়ে ঘেরা থাকার পরও চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে এলাকাবাসী জানান এরকম চুরির ঘটনা এলাকায় অহরহ ঘটছে। অপরদিকে সোমবার রাতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হংসরাজ বাবুপাড়া গ্রামের নবদ্বীপ চন্দ্র রায়ের ছেলে প্রতাপ চন্দ্র রায়ের গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। যার আনুমানিক মুল্য প্রায় ৩ লাখ টাকা। এর আগের দিন রোববার দিবাগত রাতে হরিনচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গণিটারী এলাকার হেলাল হোসেনের বাড়ী থেকে একটি গরু চুরি হয়।
চুরির ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ডোমার থানার এসআই কমলেশ জানান, আমরা চুরির বিষয়টি তদন্ত করে দেখছি এবং চোরদের সনাক্তকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।