মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলার চৌদ্দ হাত কালী তলা বাজারের মোবাইল ফ্ল্যাক্সির দোকানের সামনে থেকে মোটরসাইকেল যোগে ৬ লক্ষ টাকার ব্যাগ নিয়ে চম্পট।
ঘড়ির কাঁটায় সকাল ১০টা ১৭ মিনিট ঠিক সেই সময়ে ঠাকুরগাঁও চৌদ্দ হাত কালী তলা বাজারের মোবাইল ফ্ল্যাক্সি দোকানে হয় চুরি।
প্রতিদিনের মতো তুষার রহমান আজো ১২ ডিসেম্বর সোমবার সকালে ঠাকুরগাঁও চৌদ্দ হাত কালী তলা বাজারে নিজ দোকানে আসেন মোটরসাইকেল যোগে, নিজ দোকানের সামনে মোবাইল ফ্ল্যাক্সি ৬ লক্ষ টাকার ব্যাগটি মোটরসাইকেলর সিটে রেখে দোকানে তালা খোলার সময় পেছন থেকে অল্প সময়ের মধ্যে সেই ব্যাগটি চুরি করে নিয়ে মোটরসাইকেল যোগে গড়েয়ার দিকে পালিয়ে যায়।
এসময় তাদের দাওয়া করেও ধরতে পারেনি তুষার রহমান।
সরজমিনে জানা যায়, তুষার রহমান, পিতাঃ বজিরউদ্দীন, ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের, দৌলতপুর এলাকার বাসিন্দা। তিনি একজন ফ্ল্যাক্সি ব্যবসায়ী। যাহার চুরির সিসিটিভি ক্যামেরার ফুটেজ আছে।
আরেকজন মাঝবয়সী লোক বলে উঠলেন, ‘ কালো রঙের ব্যাগটি দুজন লোক ছিনিয়ে নেয়। চেষ্টা করেও ধরতে পারেনি তুষার ও আশপাশের মানুষ।
এ ঘটনার ঠাকুরগাঁও সদর থানার একটি সাধারণ ডায়েরি করা হয়।