মোঃ রফিকুল ইসলাম,জেলা প্রতিনিধি:- গতকাল ৯ ডিসেম্বর ২০২২ রোজ শুক্রবার সকাল ১০.৩০ ঘটিকায় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২২ উদযাপন করা হয়।দিবসটি পালন উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, গোসাইরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি এস আই অনির্বাণ। এছাড়াও একজন সফল জৈয়তা নারী ও গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী ডাঃ আফসানা আরক্ত মিমি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাফী বিন কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোসাইরহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান।
দিবসটির মূল প্রতিপাদ্য ছিলো শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা উপজেলা চত্বরে মানব বন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।এরপরে উপজেলা হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাৎপর্য পূর্ণ বক্তব্য প্রদান করেন।সভাপতির বক্তব্যে শহীদ জননী জাহানারা ইমামকে একজন জৈয়তা নারী হিসেবে উল্লেখ করে বলেন,বীর মুক্তিযোদ্ধা শহীদ রুমির সামনে একদিকে আমেরিকায় বৃত্তি পেয়ে উচ্চ শিক্ষার সুযোগ পেয়েছিলো অন্যদিকে পাক হানাদার বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের ডাক এসেছিলো। ছেলে মুক্তিযুদ্ধে যাওয়ার প্রস্তুতি নেয়ায় মা জাহানারা ইমাম ছেলেকে দেশের জন্য কোরবানি করেছিলেন। বক্তারা উপস্থিত নারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্রীদের স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগী হয়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান করেন। যাতে করে প্রতিটি ঘরেই জৈয়তা নারী সৃষ্টি লাভ করে।
এর পরে বিভিন্ন পেশায় সাফল্যের কারনে ৫ জন জৈয়তা নারীকে তাঁদের কাজের স্বীকতি স্বরুপ সংবর্ধনা দেওয়া হয় এবং একটি সনদ প্রদান করা হয়।অনুষ্ঠানের শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলাদের আইজিএ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষন নেওয়া জুলাই -সেপ্টেম্বর মাসের প্রতিটি প্রশিক্ষনার্থীদের মাঝে ১২০০০/= টাকা করে ভাতা প্রদান করা হয়।