-
- অপরাধ, সারাদেশে
- বেনাপোলে শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক আটক।
- আপডেট সময় November, 27, 2022, 7:33 pm
- 88 বার পড়া হয়েছে
বেনাপোল থেকে এনামুলহকঃ- যশোরের বেনাপোলে টাকার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় মুক্তার আলী নামে এক চটপটির দোকানদারকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ নভেম্বর) রাতে শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করলে রাতেই তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটক মুক্তার বেনাপোল পোর্ট থানার নারায়নপুর গ্রামের রহমত আলীর ছেলে।
ভিকটিমের মা জানান, তার মেয়ে তার চাচার বাড়ির পাশে চটপটির দোকানে থালা বাসন ধোয়ার কাজ করতো। মুক্তার তাকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
ঘটনাটি আপোষ মীমাংসার চেষ্টায় ব্যর্থ হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় এসে বিচার দাবী করলে আসামি মুক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, ধর্ষনের অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক মুক্তারকে আটক করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, ধর্ষনের অভিযোগে মুক্তারকে আটক পূর্বক যশোর আদালতে পাঠানো হয়েছে।
এ জাতীয় আরো খবর