-
- অপরাধ, সারাদেশে
- গ্রাম পুলিশের উপর সন্ত্রাসী কায়দা হামলা! প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী
- আপডেট সময় November, 20, 2022, 5:44 pm
- 125 বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ– লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জেরে ফয়েজ আহম্মদ নামের এক গ্রাম পুলিশকে কুপিয়ে যখম করার অভিযোগ উঠেছে একই বাড়ির প্রবাসী জাহিদুল হকের স্ত্রী লিপি বেগম তার ছেলে লিসান এবং আরফাস বিরুদ্ধে।
গত শুক্রবার রাতে সদর উপজেলার ২ নং দক্ষিন হামছাদি ইউপির পশ্চিম নন্দনপুর গ্রামের আসকর বেপারী বাড়িতে ঘটনাটি ঘটে। এঘটনায় ফয়েজ আহম্মদ চৌকিদারের স্ত্রী নিলু বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় লিপি, লিসান, ফাহাদ সহ অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা দিয়েছেন।
ফয়েজ আহম্মদ একই বাড়ির মৃত মৌলভী নুর মোহাম্মদের ছেলে। সে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর, ফয়েজের অবস্থা খারাপ দেখে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন।
ভুক্তভোগী ফয়েজ আহম্মদ, তার স্ত্রী ও এলাকাবাসী জানান, রাত ৮ টার দিকে লিপি, লিসান, আরফাস তাদের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাদেরকে মারধর করে। ফয়েজ আহম্মদ তখন বাড়িতে ছিলো না সে বাড়িতে এসে আশেপাশের লোক জনকে বিষয়টি জানাতে গেলে অভিযুক্তরা তার উপর হামলা করে মারধর এবং মাথায় কুপিয়ে যখম করে।
এবিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়েও পাওয়া যায়নি, এলাকার লোকজন বলছে অভিযুক্তরা পুলিশের ভয়ে পালিয়েছে। এর আগেও কয়েক জনের মাথা পাঠিয়ে আহত করেন। তারা কারণ অ’কারণে এলাকার লোকজনদেরকে কিছু হলেই মানুষের গায়ে হাত তোলে। অনেকে অভিযোগ করেও কিছু করতে পারেনি তাহাদেরকে। তাই এলাকার লোকজন আজ এক অসহায়।
২নং দক্ষিণ হামছাদী ইউনিয়নের চেয়ারম্যান মীর শাহ আলম বলেন, চৌকিদারের উপর হামলার ঘটনাটি নেক্কারজনক। হামলার ঘটনা শুনে হাসপাতালে তাকে দেখতে যাই এবং মামলার করার পরামর্শ দেই।
লক্ষ্মীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ জাতীয় আরো খবর