September 8, 2024, 8:25 am

সংবাদ শিরোনাম
কেরাণীগঞ্জ এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুড়িগ্রামে ট্রাক চাপায় পল্লি চিকিৎসক নিহত আত্মশুদ্ধির মাধ্যমে দেশ রক্ষায় এগিয়ে আসতে হবে। …. মাওলানা উবায়দুল্লাহ ফারক পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু পার্বতীপুরে ছাত্র জনতা গনহত্যায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে শহিদী মার্চ প্রবীণ হিতৈষী সংঘের প্রশাসকের অপসারণ ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার মোশাররফ হোসেন শ্রমিক দলের আহবায়ক গফুর হাসানকে নিজ এলাকায় ফুল দিয়ে বরন কুড়িগ্রামের রৌমারীতে সাঁকো নির্মাণ করলো বিজিবি ছাত্র-জনতা রেড ক্রিসেন্টে সোসাইটি লক্ষ্মীপুরে ত্রাণ সামগ্রী বিতরণ

বার্সা নেইমারকে ছাড়াও টিকে থাকবে: ফিগো

বার্সা নেইমারকে ছাড়াও টিকে থাকবে: ফিগো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

নেইমার পিএসজিতে চলে যাওয়ায় বার্সেলোনার প্রভাব-প্রতিপত্তিতে বড় ধরনের ধাক্কা লাগলেও ক্লাবটি তা সামলে উঠবে বলে বিশ্বাস দলটির সাবেক তারকা লুইস ফিগোর।

গত অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার।

নিজেদের বড় মাপের খেলোয়াড়দের হারানোতে অভ্যস্ত নয় বার্সেলোনা। এখন পর্যন্ত যে কয়জন তারকা খেলোয়াড় কাম্প নউ ছেড়ে অন্য ক্লাবে গেছেন তাদের একজন ফিগো। ২০০০ সালে ব্যালন ডি’অর জয়ের কয়েক মাস আগে কাতালুনিয়ার ক্লাবটি ছেড়ে রিয়াল মাদ্রিদে নাম লেখান পর্তুগালের এই উইঙ্গার।

বার্সেলোনার উপর নেইমারের চলে যাওয়ার কেমন প্রভাব পড়তে পারে এ নিয়ে অমনিস্পোর্টকে ফিগো বলেন, “এই ধরনের পরিস্থিতিতে বড় ক্লাবগুলো সবসময়ই টিকে থাকে।”

“এটা অসম্ভব যে, বার্সেলোনা বা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো একজন মাত্র খেলোয়াড়ের উপর নির্ভর করে। কিন্তু, তাকে হারানোটা বড় একটা ক্ষতি। কারণ, সে বিশ্বের সেরা ফুটবল খেলোয়াড়দের একজন। দেখা যাক, এই মৌসুমে কিভাবে তারা এটা সামলায়।”

এবারের মৌসুমটা দারুণভাবে শুরু করেছে বার্সেলোনা। লা লিগায় এখন পর্যন্ত সাত ম্যাচের সবকটিতেই জয় পাওয়া দলটি শনিবার আতলেতিকো মাদ্রিদের মাঠে খেলতে যাবে।

চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে ৭ পয়েন্ট বেশি নিয়ে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেও দুই ম্যাচে দুটিতে জয় পেয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর