November 13, 2025, 1:38 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

নগ্ন হলেন ব্রিটনি

নগ্ন হলেন ব্রিটনি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গান দিয়ে সারা বিশ্বই মাতিয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এখনও তার নতুন গানের অপেক্ষা করেন অগণিত শ্রোতা। শুধু গেয়েই নয়, দুর্দান্ত পারফর্মার হিসেবেও ব্রিটনি তুলনাহীন। তার গানের মিউজিক ভিডিওগুলোই তার প্রমাণ। এদিকে গত এক বছরে নিজের ফিটনেসেও আমূল পরিবর্তন এনেছেন ব্রিটনি। এই সময়ে পরিশ্রমও করেছেন তিনি অনেক। দিনের ৮ ঘন্টাই তিনি কাটিয়েছেন জিমে। আর পরিশ্রমের ফলস্বরুপ বর্তমানে জিরো ফিগারে চলে এসেছেন ৩৫ বছর বয়সি এই শিল্পী। আর তাইতো আরেক গায়িকা মারায়া কেরি সম্প্রতি ব্রিটনিকে তার ফিটনেস ট্রেইনার হবার প্রস্তাবও দিয়েছেন। ব্রিটনি উত্তরে বলেছেন, অবশ্যই মারায়াকে ফিটনেস টিপস দেবো আমি। নতুন খবর হলো ব্রিটনির এই শারীরিক সৌন্দর্য দর্শকদের দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। তবে অন্য অনেকের মতো সামজিক যোগাযোগ মাধ্যমে নয়। নিজের গানেই শারীরিক সৌন্দর্য দেখাবেন তিনি। খুব শিগগিরই নিজের নতুন গানের ভিডিও প্রকাশ করবেন তিনি। এরইমধ্যে তার কাজও শেষ। জানা গেছে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এ গানে পারফর্ম করেছেন তিনি। অনেকদিন পর ব্রিটনির এমন রুপ দেখতে পাবেন তার ভক্তরা। এ বিষয়ে ব্রিটনি বলেন, খুব শিগগিরই নতুন গানের ভিডিও ছাড়ছি। আমি জানি অনেকেই আমার এ ভিডিওর অপেক্ষায় রয়েছেন। এখানে সুপারহট ব্রিটনিকেই আবিষ্কার করতে পারবেন সবাই। তাই আর একটু অপেক্ষা করুন। গানটি আগামি এক মাসেরই মধ্যে প্রকাশ করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর