December 2, 2024, 1:47 am

সংবাদ শিরোনাম
৩ আগস্ট মৌলভীবাজারে কর্মসূচি ছিল না, এদিনের ঘটনায়ও মামলা! যশোরে বাংলাদেশ ক্যাডেট সেফটি ফাউন্ডেশনের শুভ উদ্ভোদন ফুলছড়া চা বাগান মাঠে গারোদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান ওয়ানগালা উৎসব পালিত নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড মৌলভীবাজারে সাধারণ মানুষের মধ্যে মামলা ভীতি : স্বস্তির বদলে আতঙ্ক কালিয়াকৈর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে কারওয়ান বাজার থেকে সাংবাদিক মুন্নী সাহাকে গ্রেপ্তার কুড়িগ্রামে পরিবার পরিকল্পনা অফিসে থাকা-খাওয়ার সুব্যবস্থা রয়েছে সার্বভৌমত্ব-সরকারের নিরাপত্তা ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বর্তমান সরকারকে শক্তিশালী না করলে দেশবাসী নিরাপত্তাহীনতা ভুগবে .লে. কর্ণেল (অব.) খন্দকার ফরিদুল আকবর নবী সা. এর সীরাত-ই আমাদের জীবনের পাথেয়: শায়খুল হাদীস আতাউর রহমান

নগ্ন হলেন ব্রিটনি

নগ্ন হলেন ব্রিটনি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গান দিয়ে সারা বিশ্বই মাতিয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এখনও তার নতুন গানের অপেক্ষা করেন অগণিত শ্রোতা। শুধু গেয়েই নয়, দুর্দান্ত পারফর্মার হিসেবেও ব্রিটনি তুলনাহীন। তার গানের মিউজিক ভিডিওগুলোই তার প্রমাণ। এদিকে গত এক বছরে নিজের ফিটনেসেও আমূল পরিবর্তন এনেছেন ব্রিটনি। এই সময়ে পরিশ্রমও করেছেন তিনি অনেক। দিনের ৮ ঘন্টাই তিনি কাটিয়েছেন জিমে। আর পরিশ্রমের ফলস্বরুপ বর্তমানে জিরো ফিগারে চলে এসেছেন ৩৫ বছর বয়সি এই শিল্পী। আর তাইতো আরেক গায়িকা মারায়া কেরি সম্প্রতি ব্রিটনিকে তার ফিটনেস ট্রেইনার হবার প্রস্তাবও দিয়েছেন। ব্রিটনি উত্তরে বলেছেন, অবশ্যই মারায়াকে ফিটনেস টিপস দেবো আমি। নতুন খবর হলো ব্রিটনির এই শারীরিক সৌন্দর্য দর্শকদের দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। তবে অন্য অনেকের মতো সামজিক যোগাযোগ মাধ্যমে নয়। নিজের গানেই শারীরিক সৌন্দর্য দেখাবেন তিনি। খুব শিগগিরই নিজের নতুন গানের ভিডিও প্রকাশ করবেন তিনি। এরইমধ্যে তার কাজও শেষ। জানা গেছে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এ গানে পারফর্ম করেছেন তিনি। অনেকদিন পর ব্রিটনির এমন রুপ দেখতে পাবেন তার ভক্তরা। এ বিষয়ে ব্রিটনি বলেন, খুব শিগগিরই নতুন গানের ভিডিও ছাড়ছি। আমি জানি অনেকেই আমার এ ভিডিওর অপেক্ষায় রয়েছেন। এখানে সুপারহট ব্রিটনিকেই আবিষ্কার করতে পারবেন সবাই। তাই আর একটু অপেক্ষা করুন। গানটি আগামি এক মাসেরই মধ্যে প্রকাশ করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর