June 12, 2025, 5:55 pm

সংবাদ শিরোনাম
ভাঙ্গায় হাঁস কিনতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বছরের শিশু নাজিয়ার ঝিকরগাছার বায়সা চাঁদপুর ৪দিন গত হলেও মেলেনি সোহানা হত্যার রহস্য ঝিকরগাছায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মোটরসাইকেলসহ আটক-৫ যশোরের শার্শায় যুবক খুন, ৬ দিনের ব্যবধানে ৩ হত্যাকান্ড নাইক্ষংছড়ি ও রামু ত্রাসের রাজত্ব কায়েম করা ভয়ংকর ডাকাত শাহীন অস্ত্র ও মাদকসহ যৌতবাহিনী হাতে আটক ইতালিতে স্ট্রোক করে মৃত্যুবরণ করলেন মাদারীপুরের রেমিট্যান্স যোদ্ধা শাজাহান বেনাপোলে চেকপোস্ট ইমিগ্রেশনে নতুন রূপে করোনা ভাইরাস, স্বাস্থ্য বিভাগের সতর্কতা গোপালগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেনাপোলে আটক ঝিকরগাছার বায়সায় নিখোঁজ মাদ্রাসা ছাত্রী ১১ বছরের সোহানার মরদেহ উদ্ধার বেনাপোলে বিএনপি নেতা হত্যার ঘটনায় ২ আসামি আটক

নগ্ন হলেন ব্রিটনি

নগ্ন হলেন ব্রিটনি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

গান দিয়ে সারা বিশ্বই মাতিয়েছেন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। এখনও তার নতুন গানের অপেক্ষা করেন অগণিত শ্রোতা। শুধু গেয়েই নয়, দুর্দান্ত পারফর্মার হিসেবেও ব্রিটনি তুলনাহীন। তার গানের মিউজিক ভিডিওগুলোই তার প্রমাণ। এদিকে গত এক বছরে নিজের ফিটনেসেও আমূল পরিবর্তন এনেছেন ব্রিটনি। এই সময়ে পরিশ্রমও করেছেন তিনি অনেক। দিনের ৮ ঘন্টাই তিনি কাটিয়েছেন জিমে। আর পরিশ্রমের ফলস্বরুপ বর্তমানে জিরো ফিগারে চলে এসেছেন ৩৫ বছর বয়সি এই শিল্পী। আর তাইতো আরেক গায়িকা মারায়া কেরি সম্প্রতি ব্রিটনিকে তার ফিটনেস ট্রেইনার হবার প্রস্তাবও দিয়েছেন। ব্রিটনি উত্তরে বলেছেন, অবশ্যই মারায়াকে ফিটনেস টিপস দেবো আমি। নতুন খবর হলো ব্রিটনির এই শারীরিক সৌন্দর্য দর্শকদের দেখানোর জন্য উদগ্রীব হয়ে আছেন তিনি। তবে অন্য অনেকের মতো সামজিক যোগাযোগ মাধ্যমে নয়। নিজের গানেই শারীরিক সৌন্দর্য দেখাবেন তিনি। খুব শিগগিরই নিজের নতুন গানের ভিডিও প্রকাশ করবেন তিনি। এরইমধ্যে তার কাজও শেষ। জানা গেছে অনেকটাই নগ্ন হয়ে ক্যামেরার সামনে এ গানে পারফর্ম করেছেন তিনি। অনেকদিন পর ব্রিটনির এমন রুপ দেখতে পাবেন তার ভক্তরা। এ বিষয়ে ব্রিটনি বলেন, খুব শিগগিরই নতুন গানের ভিডিও ছাড়ছি। আমি জানি অনেকেই আমার এ ভিডিওর অপেক্ষায় রয়েছেন। এখানে সুপারহট ব্রিটনিকেই আবিষ্কার করতে পারবেন সবাই। তাই আর একটু অপেক্ষা করুন। গানটি আগামি এক মাসেরই মধ্যে প্রকাশ করবো।

Share Button

     এ জাতীয় আরো খবর