মৌলভীবাজার প্রতিনিধি;
২১ আগস্ট জামাত-বিএনপি চক্রের গ্রেনেড হামলার প্রতিবাদে মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের
উদ্যোগে আলোচনা সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা, আইভি রহমানসহ নিহতদের স্মরণে রাজধানী ঢাকা, মৌলভীবাজার
জেলাসহ সারাদেশে আজ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
গতকাল রোববার (২১ আগস্ট) মৌলভীবাজার জেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। বিশেষ
অতিথি ছিলেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আজমল হোসেন, মৌলভীবাজারের পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী
লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব
সজল ও অজয় সেন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও গ্রেটার মানচেস্টার আওয়ামী
লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল।
পৌর আওয়ামী লীগ সভাপতি আতাউর রহমান লোকমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক
মিন্টুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজামেমল হক রাব্বী,
জেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী আমিন, সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ। পরে
শহরে এক বিক্ষোভ মিছিল বের হয়।