January 13, 2025, 8:00 am

সংবাদ শিরোনাম

ইসলামপুরে বিভিন্ন দপ্তরের ৪ অফিসারের বদলি জনিত বিদায় ও বরণ সংবর্ধনা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি : জামালপুর ইসলামপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম রব্বানী,এজিএম সাধন কুমার মন্ডল,জনতা ব্যাংক ম্যানেজার মোহাম্মদ সাইদুর রহমানের বদলী জনিত বিদায় ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমানের অবসর এবং সহকারী কমিশনার ভূমিসহ চার কর্মকর্তাকে বরণ করা হয়েছে।
উপজেলা প্রসাশন ও অফিসার্স ক্লাব আয়োজনে অফিসার্স ক্লাব হলরুমে মঙ্গলবার রাতে এই বিদায় ও বরণ সংবর্ধনা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মু.তারভীর হাসান রুমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আঃ খালেক আখন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও অধ্যক্ষ আবু নাছের চৌধুরী চার্লেস, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, কোষাধক্ষ মোর্শেদুল হক খান মাসুম, চেয়ারম্যান আঃ সালাম,ইঞ্জিঃ রোমান হাসান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন এতে বক্তব্য রাখেন।
পরে বিদায়ীদের উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা উপহার দেওয়া হয়। এ সময় নবাগত সহকারী কমিশনার ভূমিসহ ৪কর্মকর্তাকে বরণ করে নেওয়া হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর