January 14, 2025, 4:02 pm

সংবাদ শিরোনাম
তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না সাকিব

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক:

চোট কাটিয়ে দলে ফেরার কথা থাকলেও শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তাকে আরও বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, ‘আমরা আগেই বুঝতে পেরেছিলাম, প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারবে না সাকিব। শেষ পর্যন্ত তাই হয়েছে। ওর চোট এখনও পুরোপুরি সেরে ওঠেনি। দ্বিতীয় ম্যাচের আগে আবার পরীক্ষা করে দেখা হবে সে খেলতে পারবে কিনা। পুরোপুরি ফিট হলেই সিলেটে দ্বিতীয় ম্যাচ খেলতে পারবে সে।’

সাকিবের অনুপস্থিতিতে টেস্ট সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেন মাহমুদউল্লাহ। এবার টি-টোয়েন্টিতে কে অধিনায়ক থাকবেন, সেটি এখনও জানা যায়নি। এ বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে, কে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবে।’

শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি হবে ১৫ ফেব্রুয়ারি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচ হবে সিলেটে।

সাকিব চোটে আক্রান্ত হন ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে। বাঁ হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান তিনি। আঙুল ফেটে যায় এবং সেলাই পর্যন্ত করাতে হয়েছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর