January 13, 2025, 4:16 am

সংবাদ শিরোনাম

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

মোঃ আলমগীর ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
 ঠাকুরগাঁও সদরের রোড রেল স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে পড়ে কাটা গিয়ে এক যুবক নিহত হয়েছে। নিউজ লিখা পর্যন্ত ঐ যুবকের নাম পরিচয় পাওয়া যায়নি।  বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টার দিকে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার সময় রোড রেলওয়ে স্টেশনে এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।  এই বিষয়টি নিশ্চিত করেছেন রোড রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম। স্টেশন মাস্টার বলেন, দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের প্লাটফর্মে থামার আগেই চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামতে গেলে লাইনের ভেতর ঢুকে যায় ঐ যুবক।  ঘটনাস্থলে কাটা পড়ে তার মৃত্যু হয়। পরে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে লাইন থেকে লাশ উদ্ধার করে। এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের আনুমানিক বয়স ৩০ /৩২ হতে পারে। এ বিষয়ে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা নিবেন বলে জানান, তিনি।
Share Button

     এ জাতীয় আরো খবর