January 12, 2025, 4:46 pm

সংবাদ শিরোনাম

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো সাপ্তাহিক হিলিবার্তা পত্রিকার ২০ তম প্রতিষ্টা বার্ষিকী

হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- মোকছেদুল মমিন মোয়াজ্জেম
কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর হিলিতে পালিত হলো সাপ্তাহিক হিলিবার্তা পত্রিকার ২০ তম প্রতিষ্টা বার্ষিকী।সাফল্য,উন্নয়নের সংবাদ প্রকাশের মাধ্যমে ২১ তম বর্ষে পদার্পণ করলো হিলিবার্তা।
হাটি হাটি পা পা করে একের পর এক সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে ব্যাপক জনপ্রিয়তায় উত্তরাঞ্চলের বহুল প্রচারিত সাপ্তাহিক হিলিবার্তা। একদিকে সমাজের প্রভাবশালীদের রক্তচক্ষু উপেক্ষা করে নানান অসংগতি,অনিয়ম,দুর্নীতির সংবাদ যেমন প্রকাশ করেছে। তেমনি সাফল্য,উন্নয়নের সংবাদ প্রকাশের মাধ্যমে অনুপ্রেরণা দিয়ে গেছে হিলিবার্তা।
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার সকাল বেলা ১২ টায় হাকিমপুর প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন প্রধান অতিথি হাকিমপুর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ নুর-এ আলম।
পত্রিকাটির প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান মিলন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান, সাপ্তাহিক আলোকিত সীমান্ত পত্রিকার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাপ্তাহিক লাল সবুজ পত্রিকার সম্পাদক হালিম আল রাজী, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ডা: আলতাব হোসেন, নবাবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমীন প্রধানসহ বিরামপুর, নবাবগঞ্জ, পাঁচবিবি ও ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও পিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির।
Share Button

     এ জাতীয় আরো খবর