পার্বতীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ ইং এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ২৭ জুলাই ) বিকেলে পার্বতীপুর পৌর ষ্টুডিয়ামে অনুষ্ঠিত হয়।
ফুটবল ফাইনালে বিজয়ীদের মাঝে শিরপা তুলে দেন মাননীয় এমপি মহাদয় আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথিরূপ উপস্থিত ছিলেন , বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান (ফিজার) মাননীয় সাংসদ সদস্য দিনাজপুর -৫ ও সভাপতি , প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং সভাপতি ,
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক , চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সভাপতি , বাংলাদেশ আওয়ামী লীগ পার্বতীপুর উপজেলা শাখা দিনাজপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গরীব -দুখী মেহনতি মানুষের নেতা মোঃ আমজাদ হোসেন সাধারণ সম্পাদক , বাংলাদেশ আওয়ামী লীগ , পার্বতীপুর উপজেলা শাখা দিনাজপুর , মোঃ আতি মেনিন মোমিন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পার্বতীপুর ।