January 12, 2025, 2:06 pm

সুন্দরগঞ্জে স্বামীর আসনে স্ত্রী নির্বাচিত

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ   গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউপি ৩৯;র ৫নং ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনে স্বামী
নুরু মোহাম্মদ লেলিনের আসনে স্ত্রী বিউটি বেগম (মোরগ) ৫্#৩৯;শ ৯৯ ভোট পেয়ে বে-সরকারীভাবে
নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে বিরতিহীনভাবে ভোট গ্রহণ
শেষে ফলাফল ঘোষণা দেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন। এ
নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। অপর প্রতিদ্ব›িদ্ব প্রার্থী আতাউর রহমান আতা (তালা)
পেয়েছেন ৫্#৩৯;শ ৪৯ ভোট। মোট ১ হাজার ৭্#৩৯;শ ৭০ ভোটারের মধ্যে ১ হাজার ১্#৩৯;শ ৪৮ জন ভোটাধিকার প্রয়োগ
করেন। ওয়ার্ড সদস্য নুরু মোহাম্মদ লেলিনের মৃত্যুর কারণে আসনটি শূণ্য হওয়ায় গত ৭ জুন নির্বাচন
কমিশিন (স্থানীয় সরকার বিভাগ) তফসিল ঘোষণা পূর্বক পত্র জারি করেন। সে মোতাবেক ২৮ জুন মনোনয়ন
পত্র দাখিলের শেষ দিন, ৩০ জুন মনোয়ন পত্র বাছাই, ৭ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২৭ জুলাই
ভোট গ্রহণ হয়।
ইলেকট্রনিক ভোটিং মেশিন্#৩৯;র (ইভিএম্#৩৯;র) মাধ্যমে ভোট গ্রহণ সুবিধাজনক বলে মন্তব্য করে
উপজেলা নির্বাচন অফিসার ও এ উপ-নির্বাচনের জন্য নিযুক্ত রিটার্নিং অফিসার সেকান্দার আলী
শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সু-সম্পন্ন হওয়ায় সম্মিলিত সকলকে ধন্যবাদ জানান।

 

Share Button

     এ জাতীয় আরো খবর