-
- জেলা সংবাদ, সারাদেশে
- চিলমারীতে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
- আপডেট সময় July, 27, 2022, 6:15 pm
- 97 বার পড়া হয়েছে
হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে নানা আয়োজনে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সকল শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে একটি র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন। এর পর দলীয় কার্যালয়ে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহাবুবুর রশিদ বিপ্লব এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম লিচু, যুগ্ম সাধারণ সম্পাদক জামিনুল ইসলাম, আবু হানিফা রনজু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ফরিদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আবু হোসাইন সিদ্দিক রানা, আমিনুল ইসলাম, থানাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিনহাজুল ইসলাম নিলু, সাধারণ সম্পাদক এরশাদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
মোঃ হাবিবুর রহমান।
এ জাতীয় আরো খবর