January 12, 2025, 2:06 pm

কুড়িগ্রামে বন্যার্তদের ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা দিলো ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

কুড়িগ্রাম প্রতিনিধি|
কুড়িগ্রামের ধরলা ও ব্রহ্মপুত্র অববাহিকার বন্যায় ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড।
বুধবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে এই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: রেজাউল করিম, ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো: রেজাউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক , ব্যাংকের রংপুর শাখা ব্যাবস্থাপক শীষ মুহাম্মদ আবু হানীফা, উলিপুর শাখা ব্যবস্থাপক সফিকুল ইসলাম, কুড়িগ্রাম উন্নয়ন ফোরাম আহ্বায়ক আতাউর রহমান বিপ্লব, টেলিভিশন সাংবাদিক ফোরাম সাধারণ সম্পাদক ইউসুফ আলমগীর।
বন্যায় ক্ষতিগ্রস্থ ১শত জনকে ১বান্ডিল করে ঢেউটিন ও ৪ হাজার করে মোট ৪লক্ষ টাকা ও ১০০ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়।
Share Button

     এ জাতীয় আরো খবর