January 12, 2025, 2:18 pm

মধুপুর থানা বার্ষিক পরিদর্শন করেন  টাঙ্গাইলের পুলিশ সুপার 

বাবুল রানা মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার মধুপুর থানা বার্ষিক পরিদর্শন করেন টাঙ্গাইল পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার।
মঙ্গলবার (২৬জুলাই)দুপুরে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম। এ সময় মধুপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন।
পুলিশ সুপার মধুপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।  তিনিপরবর্তীতে মধুপুর থানার অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় সংক্রান্তে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় মধুপুর থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর