January 12, 2025, 10:14 am

এলাকায় আধুনিকের ছোঁয়া লাগাতে একজন যোগ্য নেতার প্রয়োজন -ম.আব্দুর রাজ্জাক

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি||  আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ম.আব্দুর রাজ্জাক বলেছেন, এলাকায় আধুনিকের ছোঁয়া লাগাতে হলে একজন যোগ্য নেতার প্রয়োজন । মরহুম আব্দুল মান্নান এমপি জীবিত থাকা কালীন তিনি এলাকায় নদী ভাঙ্গন রোধসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছেন । আমরা একজন যোগ্য নেতাকে হারিয়েছি ।  যোগ্য নেতা তৈরী হতে হলে মাটির দিকে তাকাতে হবে । শুধু উপরদিকে নজর দিলে হবেনা । এলাকায় উন্নয়ন মূলক কাজের পাশাপাশি সাধারণ মানুষের খোঁজ খবর নিতে হবে।  দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে যে কোন সমস্যা মোকাবিলা করতে হবে।
তিনি গতকাল সোমবার বিকেলে ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময কালে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । এছাড়াও তিনি ছাইহাটা বাজার,জোড়গাছা বাজার, কড়িতলা বাজার,কুতুবপুর বাজার এবং হাটফুলবাড়ীতে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে পথ সভায় বক্তব্য রাখেন । এসময় তার সাথে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু,আওয়ামীলীগ নেতা মিল্লাত হোসেন মিঠু, মাসেদুল হক ঠান্ডা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগ নেতা মেহেদী হাসান রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হাসানুল হক বান্না,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস,উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, কামালপুর ইউপি চেয়ারম্যান রাছেদুজ্জামন রাসেল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তোছাদ্দেক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহান সাগরসহ উপজেলা ,ইউনিয়ন  ও ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Share Button

     এ জাতীয় আরো খবর