-
- জেলা সংবাদ, সারাদেশে
- কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ এক শিশুকে রোডেম ফাউন্ডেশন দিলো হুইল চেয়ার
- আপডেট সময় July, 25, 2022, 4:01 pm
- 122 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বেসরকারি সংস্থা রোডেম ফাউন্ডেশনের পক্ষ থেকে শারিরিক ১ বিশেষ শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। সোমবার সকাল১০ টায় রমনা মডেল ইউনিয়নে গদাধর সরকারের গ্রামে বিশেষ শিশু শ্রী মতি সুমী রানী(১১) বাড়িতে গিয়ে হুইল চেয়ার দেন রোডেম ফাউন্ডেশনের চিলমারী প্রতিনিধি আতাউর রহমান।
সুমী রাণীর পিতা শ্যামল চন্দ্র বর্মন বলেন, আমার মেয়ে শারিরীক প্রতিবন্ধী অনেকে কাছে হুইল চেয়ার চেয়েছিলাম কিন্তু পাইনি। আজ রোডেম ফাউন্ডেশন আমার মেয়েকে হুইল চেয়ার দিয়েছে আজ আমি খুবই খুশি হয়েছি।
রোডেম ফাউন্ডেশনের ন্যাশনাল ডিরেক্টর ডোসেয়গ হং বলেন,রোডেম ফাউন্ডেশন চিলমারীর প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দুস্থ মানুষের ত্রান সহায়তা দেয়া হয়েছে ভবিষতে দেয়া হবে।
এ জাতীয় আরো খবর