January 12, 2025, 8:11 am

সারিয়াকান্দিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে জমিসহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন

সুমন কুমার সাহা, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 
“আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” এই  প্রতিপাদ্যের আলোকে সারাদেশে ২৬ হাজার ২শ’ ২৯ টি ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  জমিসহ ঘর হস্তান্তর করেন। সারাদেশের ন্যায়  বগুড়ার সারিয়াকান্দিতে ৩য় পর্যায়ের ২য় ধাপে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১১৫টি জমিসহ ঘর  হস্তান্তর করেন।
বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান, উপজেলা পরিষদের  চেয়ারম্যান রেজাউল করিম মন্টু মন্ডল, সহকারী কমিশনার (ভূমি)দেওয়ান আকরামুল হক, পৌর মেয়র মতিউর রহমান মতি, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হালিম প্রমুখ।
এছাড়াও  উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Share Button

     এ জাতীয় আরো খবর