কুড়িগ্রামপ্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে আরও ১২০ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৬৫০ পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীনদের ঘর প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে গৃহহীন পরিবারের হাতে এ দলিল তুলে দেয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা বেগম, কৃষি অফিসার প্রণয় কুমার বিষাণ দাস, উপজেলা আ,লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাকির হোসেন প্রমূখ।