January 12, 2025, 5:48 am

ভারতীয় জেলেসহ একটি মাছধরা ট্রলার আটক

পটুয়াখালী প্রতিনিধি|| বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে
অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভারতীয় ১৬ জেলেসহ ১টি মাছধরা ট্রলার
আটক করেছে নৌ-বাহিনী। মঙ্গলবার রাত বারোটায় পটুয়াখালীর পায়রা
বন্দরের ফেয়ার বয়া হতে ৩৫ নটিক্যাল মাইল দক্ষিন অংশের গভীর সমুদ্র থেকে
এদের আটক করা হয়। পরে বুধবার সন্ধ্যায় ট্রলারসহ পায়রা বন্দর নৌ-পুলিশের
কাছে হস্তান্তর করা হয়। আটককৃত জেলেদের বাড়ি ভারতের দক্ষিন চব্বিশ
পরগনা ও পশ্চিম বঙ্গ প্রদেশে।
মংলা জোনের বানৌজা গোমতী জাহাজের অধিনায়ক কমান্ডার আরিফ
হোসেন জানান, গতকাল রাতে তাদের জাহাজ নিয়ে গভীর সমুদ্রে টহল
দিচ্ছিলো। এসময় বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশ করে মাছ শিকার
করায় ওই ট্রলারসহ তাদের ধাওয়া করে আটক করা হয়। এঘটনায় কলাপাড়া থানায়
একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Share Button

     এ জাতীয় আরো খবর