January 12, 2025, 4:54 am

জয়পুরহাট র‍্যাবের অভিযানে ০৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট র‍্যাবের বিশেষ  অভিযানে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ৭ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-৩।
জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকাারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে (১৯ জুলাই) মঙ্গলবার দিবাগত রাত ৯ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট কালাই উপজেলার পুনুট বাজার হতে আসামিদের হাতেনাতে গ্রেফতার করে র‍্যাব ।
গ্রেফতারকৃতরা হলেন, পুনুট বাজারের  মোঃ আব্দুল বকুলের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩২), পুনট পাঁচ পাইকর গ্রামের মোঃ ইউসুফ আলী ফকিরের ছেলে মোঃ মেহেদী হাসান (২২), নান্দাইল দিঘির শরিফ উদ্দিনের ছেলে মোঃ সাগর হোসেন (২৩) ও মোঃ মুনছুর আলীর ছেলে মোঃ মোমেন মন্ডল (২৭), পুনট পূর্ব নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল বাকী প্রামানিকের ছেলে মোঃ রবিউল ইসলাম রেজভী (৩০), পুনট বাজার সাহপাড়া গ্রামের মোঃ আবেদ আলী শাহ’র ছেলে মোঃ ছানোয়ার হোসেন (৩২), ফরপা গ্রামের মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে মোঃ মমতাজ উদ্দিন (৩৫)। সকল আসামি জয়পুরহাট কালাই উপজেলার।
মনিটর ৭ টি,  সিপিইউ ৭ টি, কি-বোর্ড ৭ টি, মাউস ৭ টি, হার্ড ডিস্ক ২৭টি, এবং বিভিন্ন প্রকার ৭ টি ক্যাবলসহ তাদের হাতেনাতে গ্রেফতার করে বলে জানায় র‍্যাব।
পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাটের কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর