January 12, 2025, 4:40 am

দলীয় কর্মকান্ডে গতিশীলতা বৃদ্ধি ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করার কোন বিকল্প নেই

বিকাশ চন্দ্র প্রাঃ- নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন দলীয় কর্মকান্ডে গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের সঙ্গে বেশি বেশি করে মতবিনিময় করার কোন বিকল্প নেই। আমার নির্বাচনী এলাকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভ্রাতৃত্ব সর্ম্পককে আরো দৃঢ় ও দলীয় কর্মকান্ডে স্বচ্ছতা এবং গতিশীলতা বাড়ানোর লক্ষ্যেই মূলত এই ইদ পুর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করেছি। এছাড়াও আমার বড় ছেলে রাহিদ সরদার জমজ ছেলে ও মেয়ে সন্তান লাভ করায় নাতি-নাতনীদের আকিকা অনুষ্ঠানও একসঙ্গে সম্পন্ন করা হলো। তাই আমি যতদিন সাংসদ হিসেবে এই আসনে অধিষ্ঠিত থাকবো ততদিন মাঝেমধ্যেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার চেস্টা করবো।

মঙ্গলবার নওগাঁর রাণীনগরে ইদ পুর্নমিলনী ও আকিকা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। এদিন উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন সাংসদের ইট ভাটা প্রাঙ্গনে জেলার আত্রাই ও রাণীনগর এই দুই উপজেলার দলীয় নেতাকর্মী ও সুধীসমাজের ব্যক্তিদের সম্মানে ইদ পুর্ণমিলনী ও জমজ নাতি-নাতনীর আকিকা অনুষ্ঠানের আয়োজন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল রউফ দুলু, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, দুই উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ, প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্ত-কর্মচারী, দুই উপজেলার সুধী সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গসহ প্রায় বিশহাজার মানুষ ইদ পুর্নমিলনী ও আকিকা অনুষ্ঠানের মধ্যাহৃ ভোজে অংশ গ্রহণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর