January 12, 2025, 4:56 am

উজিরপুরের সাতলায় প্রধান শিক্ষক ও সাংবাদিক লাঞ্চিতের ঘটনা সমঝোতা

 

উজিরপুর প্রতিনিধিঃ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল
জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র নির্দেশে সাতলায় মৎস্য ঘের নিয়ে প্রধান
শিক্ষক ও সাংবাদিক লাঞ্চিতের ঘটনা অবশেষে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যস্থতায় সমঝোতা হয়েছে। ১৯
জুলাই মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উভয় পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক
অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য
এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এস.এম জামাল হোসেন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ
গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ শাহিন হাওলাদার, সাবেক চেয়ারম্যান ও সাতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল বাশার লিটন,
সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিয়া ও তার ভাই
মনির হোসেন মিয়াসহ নেতৃবৃন্দ। ১৭ জুলাই আওয়ামীলীগের নেতৃবৃন্দ উভয় পক্ষের দ্বন্ধ নিরসনের জন্য
ঘটনাস্থলে ছুটে যান। সেখানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে রুদ্ধদার বৈঠক বসে। এ বৈঠকে উভয়পক্ষ
শান্তিপূর্ণ সমাধানের জন্য একমত পোষন করে। ১৯ জুলাই মঙ্গলবার চূড়ান্ত সমাধান করার সিদ্ধান্ত গ্রহন
করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, সাতলা পটিবাড়ী মৎস্য ঘের নিয়ে গত কয়েক দিন যাবত উভয়পক্ষের মধ্যে দফায় দফায়
সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে। এমনকি প্রধান শিক্ষক ও সাংবাদিক লাঞ্চিত হয়েছিল। অবশেষে আ’লীগের
নেতৃবৃন্দের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়।

 

Share Button

     এ জাতীয় আরো খবর