January 12, 2025, 2:44 am

ময়মনসিংহের তারাকান্দায় সাংবাদিককে মারপিট করার অভিযোগ

তারাকান্দা (ময়মনসিংহ ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের তারাকান্দায় সাংবাদিককে মারপিট করার লিখিত অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে,  উপজেলার ঢাকুয়া ইউনিয়নের নিতারাশি গ্রামের মোঃ জুয়েল মিয়া বিগত রবিবার সকাল ১১টায়  নিজ বাড়ি হইতে  পেশাগত কর্মের উদ্দেশ্যে ময়মনসিংহ শহরে যাওয়ার পথে বাইতুল মামুর নামক জামে মসজিদ সংলগ্ন ইউপি রাস্তায়
পথ অবরোধ করে মারপিট করে সাথে থাকা ল্যাপটপ মোবাইলসহ নগদ  অর্থ ছিনিয়ে নিয়ে যায় রহিম উদ্দিন, মোঃ কছিম উদ্দিন, মোঃ আলামিন, মোঃ এনামুলসহ  ৬/৭জন। সাংবাদিক জুয়েল মিয়া তারাকান্দা প্রেস ক্লাবের সদস্য এবং ময়মনসিংহ জাতীয় দৈনিক নবচেতনা ও ডেইলি ইন্ডাষ্ট্রি পত্রিকার  জেলা প্রতিনিধি। এ বিষয়ে জুয়েল মিয়া তারাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
উক্ত ঘটনায় জুয়েল মিয়া জানান, রহিম উদ্দিন দীর্ঘদিন যাবত ৫০০০০ হাজার টাকা চাঁদা দাবী করে আসছে। এমন অবস্থায় আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিক জুয়েল মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উক্ত মারপিটের ঘটনা কে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মাঝে   ক্ষোভ বিরাজ করছে এবং দোষীদের আইনের আওতায়  এনে শাস্তির দাবি জানাচ্ছে। এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত-মোতাবেক  ব্যবস্থা নেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর