January 12, 2025, 3:00 am

মধুপুরে দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ লক্ষ টাকার ক্ষতি

বাবুল রানা মধুপুর প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন আদালত পাড়ার সেগুনবাগিচায় মান্নানের ডিপার্টমেন্ট স্টোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৯জুলাই) রাত্রি প্রায় সাড়ে ৩টার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান, প্রতিনিয়ত টহলে থাকা মধুপুর থানা পুলিশ। তারা জানান যথারীতি টহলগাড়ী নিয়ে যাওয়ার সময় দোকানের ভিতরে আগুন দেখে দোকান মালিক এবং তার স্ত্রীকে দ্রুত ভেতর থেকে বের করে নিয়ে আসি।  তারা দোকানের পিছনেই ঘুমিয়ে ছিলেন।
দোকান মালিক মান্নান জানান, আমি রাতে যথারীতি দোকান বন্ধ করে দোকানের পিছনেই বাসায় আমার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়ি। রাত প্রায় সাড়ে ৩টার দিকে টহল পুলিশের ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠে দেখতে পাই আমাদের চারিদিকে আগুন ছড়িয়ে পরেছে। টহল পুলিশ আমাদেরকে এলাকাবাসীর সহায়তায় উদ্ধার করে বের করে নিয়ে আসেন। তিনি জানান, আমি বিভিন্ন স্থান থেকে ঋণ করে অনেক কষ্টে এই দোকান গড়েছি, এই দোকানে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ছিলো সব পুড়ে ছাই হয়ে গেছে আজ আমি নিঃশ্ব হয়ে গেছি, বলে হাউমাউ করে কাঁদতে থাকেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করেন পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, ওয়ার্ড কাউন্সিলর বেশর আলী ফকির ও হারুনর রশীদ।
Share Button

     এ জাতীয় আরো খবর