January 11, 2025, 11:37 pm

সংবাদ শিরোনাম
লামায়-আলীকদম অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমার নাগরিকসহ ৫ দালাল আটক শিবচরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরন মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ সেনাবাহিনীর অভিযানে নবীগঞ্জ থেকে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাটোরে ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার জেলে শ্রমিক থেকে হয়ে উঠলেন কোটি টাকার দালান, ট্রলার মালিক জয়পুরহাটে আওয়ামী লীগ-বিএনপি পাল্টাপাল্টি হামলা ও ভাংচুর হাজার মামুষের ভালবাসায় চির বিদায় গাজী মারুফ মধুপুরে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত সাঘাটায় সেনাবাহিনীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

তানোরে দরজা ভেঙ্গে কাউন্সিলর পাচুকে উদ্ধার দুই বধু হাসপাতালে

এস আর সোহেল রানা(রাজশাহী)তানোর, প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত ওরফে পাচু জনৈক ব্যক্তির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে। এ ঘটনায় কাউন্সিলরের লোকজন দরজা ভেঙ্গে কাউন্সিলরকে উদ্ধার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর সদর গ্রামে এই ঘটনা ঘটেছে। এদিকে এঘটনায় কাউন্সিলরের স্ত্রী এবং ঐ নারী বিবাদে জড়িয়ে গুরুত্বর জখম হয়ে উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, তানোর পৌরসভার সদর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন কুঠিপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলী ওরফে পাচু। কিন্তু নির্বাচিত হবার পর থেকে প্বার্শবর্তী জনৈক ব্যক্তির বাড়িতে নিয়মিত যাতায়াত করতে থাকে। এতে গ্রামবাসির মনে নানা সন্দেহ দেখা দেয়। গত বৃহস্পতিবার গভীর রাতে জৈনক ব্যাক্তির স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কাউন্সিলর পাচুকে আটক করে গ্রামবাসি। ঘটনা জানতে কাউন্সিলরের লোকজন এসে জোরপুর্বক দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এবিষয়ে কাউন্সিলর লিয়াকত আলী ওরফে পাচুর ব্যক্তিগত ০১৯৯৭৩৮৩৩১৯ মোবাইল নম্বরে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেন নি। এবিষয়ে তানোর পৌর মেয়র ইমরুল হক বলেন, তাকে মোবাইলে অনেকে জানিয়েছে ঘটনাটি। তবে একজন জনপ্রতিনিধিদের কাছে এধরনের ঘটনা কাম্য নয়। আর যদি ঘটনা সত্য হয় তাহলে বাকি কাউন্সিলরদের নিয়ে সভার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।
Share Button

     এ জাতীয় আরো খবর