রাহুল পারভেজ, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি থানার নবগত অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজার সাথে সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২৮জুন) রাত ৯ টায় সান্তাহার প্রেস ক্লাব কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা।
এ সময় আরও উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক হারেজুজ্জামান হারেজ, এম আর ইসলাম রতন, মনসুর আলী, জিআরএম শাহাজাহান, সাগর খান, তোফায়েল হোসেন, মমতাজুর রহমান, রবিউল ইসলাম, গোলাম রব্বানী দুলাল, বুলবুল আহম্মেদ, আবু বক্কর সিদ্দিক, নয়ন হোসেন, রুকুনুজ্জামান রুকু, নেহাল আহম্মেদ প্রান্ত, রাকিবুল হাসান প্রমূখ।
নবাগত ওসি রেজাউল করিম রেজা বলেন, আদমদীঘিকে শান্তিপূর্ণ থানা হিসেবে পরিচালনা করতে সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।