মোঃ সবুজ আল আমিন ( কালিয়াকৈর, গাজীপুর ) প্রতিনিধিঃ
আজ গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের সেমিনার কক্ষে
মাদকদ্রব্য অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা বাস্তবায়নের লক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সেমিনার হলে অনুষ্ঠিত সভায় এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের উপ পরিচালক মোঃ মেহেদী হাসান,উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খাঁন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জায়েদা নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও রোধে নানা বিষয়ে সার্বিক আলোচনা করা হয় ।