January 11, 2025, 8:48 pm

সংবাদ শিরোনাম

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় নিহত শিক্ষকদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল

বিকাশ চন্দ্র প্রাং,নওগাঁ প্রতিনিধিঃ  নওগাঁর নিয়ামতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিতে যাওয়ার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাবলাতলী মোড়ে সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫জনের মধ্যে চারজন শিক্ষক প্রাণ হারান এবং একজন শিক্ষিকা আহত হয়ে রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। উক্ত সড়ক দূর্ঘটনায় প্রাণ হারানো ওই চার শিক্ষকের স্মরণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দিকে এক শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন  স্কুল-কলেজে নিহত শিক্ষকদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, এমন দূর্ঘটনা আমাদের সবাইকে কাঁদিয়েছে। একসঙ্গে পাঁচটি তাজা প্রাণ ঝরে গেল। এটা খুবই মর্মান্তিক দূর্ঘটনা। দূর্ঘটনার খবর শোনার পরপরই আমি ঘটনাস্থলে ছুটে যাই। যত দ্রæত সম্ভব ময়নাতদন্ত শেষ করে স্বজনদের হাতে লাশ তুলে দেওয়া এবং দাফনের ব্যবস্থা করেছি। নিহত শিক্ষক মকবুল হোসেনের কথা বলতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের কোন সদস্যের পড়াশোনার খরচ নিয়ে সমস্যা হলে তার সাথে যোগাযোগ করলে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে এভাবে আর কোন শিক্ষক যেন প্রাণ না হারায়। তিনি নিহতদের পরিবারের সদস্যগণের প্রতি সহমর্মিতা জানান এবং সরকারের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় শোকসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, নাদিরা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মমতাজ হোসেন, একাডেমিক সুপারভাইজার জাকির হোসেন, এলজিইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি নুরুল ইসলাম, সম্পাদক সাদেকুল ইসলাম এবং বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

বিকাশ চন্দ্র প্রাং

Share Button

     এ জাতীয় আরো খবর