-
- অপরাধ, জেলা সংবাদ, সারাদেশে
- উলিপুরে ১৩০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় June, 28, 2022, 11:16 am
- 110 বার পড়া হয়েছে
মোঃ নূরবক্ত মিঞা ,উলিপুর প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উলিপুর থানা পুলিশ।
জানা গেছে রোববার রাতে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবিরের দিকনির্দেশনায় এসআই হারিছুর রহমানের নেতৃত্বে এসআই মশিউর ২, এএসআই আরিফ,এএসআই মনির,এএসআই হাশেম সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের মৃত আওলাদ হোসেন ভুলুর ছেলে রফিকুল ইসলামকে পশ্চিম দড়িচর এলাকা থেকে ১৩০পিস ইয়াবাসহ আটক করেন। এব্যপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান আটক মাদক ব্যবসায়ীকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ###
এ জাতীয় আরো খবর