January 11, 2025, 8:46 pm

সংবাদ শিরোনাম

কুড়িগ্রামে বন্যার পানি কমছে ক্ষতিগ্রস্থ ঘরে ফিরছে মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
ব্রহ্মপুত্র নদে পানি কমতে থাকায় কুড়িগ্রামের চিলমারীতে বন্যার উন্নতি
হচ্ছে। বেশির ভাগ বানভাসি মানুষ নিজেদের বাড়িঘরে ফিরছেন। কিন্তু পানিতে
ডুবে থাকায় নড়বড়ে হয়ে পরা ঘরবাড়ি নিয়ে বিপাকে পড়েছেন তারা। পরিবেশ দূষিত
হওয়ায় পানিবাহিত রোগ ছড়ানোরও আশংকা আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও খাবার
সংকটও তাদের দুর্ভোগের কারণ হয়ে দাড়াচ্ছে।

সরেজমিন বন্যা দূর্গত উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, এক সপ্তাহ
ধরে পানিবন্দি থাকার পর এখন কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে মানুষের
জীবনযাত্রা। গেলো কয়েকদিন বৃষ্টি না হওয়ায় বন্যার পানি বাড়িঘর থেকে নেমে
গেছে। সড়কগুলোও জেগে উঠেছে। তবে উপজেলার অনেক নি¤œাঞ্চল এলাকা এখনো
পানিতে তলিয়ে আছে। রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ।
রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার বাঁধ এলাকার মোছাঃ আমেনা বেগম (৪৫)লাল মিয়া (৬০),
তালেব মিয়া (৫৫), বলেন, ‘পানি নেমে গেছে ঠিকই, কিন্তু দূর্ভোগ এখনো
কমেনি। ঘরের বেড়ার মাটি ধ্বসে গেছে, খুটি নড়বড়ে হয়েছে। কোন মতে ঠিক করতে
গেলেও অনেক টাকার দরকার। আমাদের দূর্ভোগের যেন শেষ নেই।
একই কথা জানালেন, চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল এলাকার মোস্তফা (৪৫),
হোসেন আলী (৫৫)।

এদিকে পরিবেশ দূষিত হওয়ায় পানিবাহিত রোগ ছড়ানোরও আশংকা করছেন উপজেলা
স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। তিনি জানান,
‘আমাদের সচেতন থাকতে হবে, সচেতনতাও বাড়াতে হবে। আমাদের ৮টি মেডিকেল টিম
কাজ করছে। এখন পর্যন্ত সেভাবে পানি বাহিত রোগ ছড়ায়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান জানান, আমাদের ত্রাণ
কার্যক্রম চলমান রয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা করা হচ্ছে অর্থ
বরাদ্দ পেলে তালিকা অনুযায়ী সহায়তা করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর