-
- জেলা সংবাদ, সারাদেশে
- জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওযার্কশপ অনুষ্ঠিত
- আপডেট সময় June, 26, 2022, 4:22 pm
- 127 বার পড়া হয়েছে
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীেত জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওযার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ ব্যাংক রংপুরের তত্বাবধানে ও সোনালী বাংক লিমিটেড চিলমারী শাখার সাবিক ব্যবস্হাপনায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক ওযার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী বাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার( ইনচার্জ) মোঃ ওয়াহেদুন্নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ সাইফুজ্জামান, যুগ্ন পরিচালক ব্রজেন্দ্র নাথ রায়, চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.আছমা বেগম,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল হক,সোনালী বাংক লিমিটেড চিলমারী শাখার ম্যনেজার আলতাফ হোসেন প্রমুখ।অনুষ্ঠানে সাংবাদিক,স্থানীয় ইউপি চেয়ারম্যান, ব্যাবসায়ী,গন্যমান্য ব্যক্তি বগ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর