আমজাদ হোসেন , পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দরে যুবলীগ নেতা মাজেদুর রহমানের খুনীকে র্্যব ১৩ (২৪জুন) রাতে বগুড়া কোতয়ালী থানাধীন জহুরনগর এলাকা অভিযান চালিয়ের্্যব ১৩ আসামী মাজেদুরকে গ্রেপ্তার করে, প্রাথমিক পর্যায়ে আসামী খুনের ঘটনার সত্যতা শিকার করের্্যব ১৩ রংপুরের নিকট। ১৪ জুন খুন হওয়ার ১০ দিন পর এক জন গ্রেপ্তার হলো। নিহত মাজেদুর রহমানের বাবা চিরিরবন্দর থানায় ৩০২ ধারায় একটি হত্যামামলা দায়ের করেছিলেন তারেই ধারাবাহিকতায় রংপুর র্্যাব ১৩ গোয়েন্দা নজরদারি চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হন।