গাজীপুরের কালিয়াকৈর উপজেলার এপেক্স রোড পাকার মাথা এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত ও একজন পথচারী আহত হন। আজ সকালে রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সানোয়ার হোসেন নামে এক অটোচালকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি টাঙ্গাইল হতে ঢাকার দিকে যাচ্ছিলো। কমিনিউটর ট্রেনের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই সানোয়ার হোসেন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়। এ সময় আরেক ব্যাক্তি আহত হয়। মৃত সানোয়ার হোসেন কালিয়াকৈর উপজেলার মেদি আশুলাই গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে,আহত ব্যাক্তির পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি