January 11, 2025, 6:46 pm

সংবাদ শিরোনাম

কুশিয়ারা নদীর পানি বিপদ সিমার উপরে অসহায় ওসমানীনগর উপজেলার সব কয়টি ইউনিয়নের একলক্ষ মানুষ।

লয়েছ আহমদ,সিলেট প্রতিনিধিঃ
সিলেটের ওসমানীনগর ও বালাগন্জ মেইন রোডে কমর পানি, বিচ্ছিন্য দুই উপজেলার যোগাযোগ ব্যবস্হা।
এদিকে ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে প্রায় একলক্ষ মানুষ, এদিকে ৮নং উছমানপুর ইউনিয়নের প্রতিটি গ্রাম বন্যা কবলিত, সুবিধা বঞ্চিত অসহায় মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই,  সন্তানসন্তদি, গবাদি পশু হাস মুরুগ  নিয়ে  মানুষ বিপাকে পড়ে উৎকণ্ঠার মাঝে দিনরাত কাটাচ্ছে।
বাড়ছে পানি তাই বিশুদ্ধ পানি আর খাদ্যসঙ্কটে মানুষ দিশেহারা।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ওয়ালী উল্লাহ বদরুল অত্র পরিষদের মেম্বার ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সরকার থেকে যে বরাদ্ধ  এসেছে তা খুবই অপ্রতুল। জরুরী ভিত্তিতে পর্যাপ্ত বরাদ্ধ দানের জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছেন এলাকার দিশেহারা অসহায় মানুষ,
উছমানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাউৎখাই সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাউৎখাই হাফিজিয়া দাখিল মাদ্রাসা, পাঁচপাড়া হাফিজিয়া দাখিল মাদ্রাসা এবং  লন্ডন প্রবাসী ফারুক মিয়ার বাড়ি এবং
২নং ওয়ার্ডের মেম্বার মিজানুর রহমান লাকি সাহেবের উছমান কবুলপুরি মার্কেট, মির্জাপুর গ্রামের জনাব আরশ আলী সাহেবের মার্কেট, ও তাহিরপুর প্রাইমারি স্কুল, উছমানপুর গ্রন্তাগার সহ আরো অনেক জায়গা আস্রয়হীন বাড়ীঘর হারা অসহায় পরিবারদের জন্য আশ্রয় কেন্দ্র খুলে দেয়া হয়েছে, তাহিরপুর গ্রামের লন্ডন প্রবাসী খালেদ আহমদের আর্থিক অনুদান ও উছমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুলের ব্যাক্তিগত   প্রয়াসে, উপহার হিসাবে সামান্য খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।
 এ সময় সাথে ছিলেন  যুক্তরাজ্য প্রবাসী খালেদ আহমদ, ১নং ওয়ার্ডের মেম্বার আনহার আলী, ৩ নং ওয়ার্ডের মেম্বার জনাব জিয়াউল হক, ও ৪ নং ওয়ার্ডের মেম্বার জনাব মিনহাজ আহমদ সাজন সহ ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সসম্পাদক জনাব ফজলুর রহমান চৌধূরী
উপস্তিত ছিলেন অত্র এলাকার  বিশিষ্ট সমাজ সেবক হেলন মিয়া, সুরমান আলী, ফজলু মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় যুক্তরাজ্য থেকে সাবেক ছাত্রনেতা অধ্যাপক সাহজাহান আহমদ বন্যায় প্লাবিত ইউনিয়নবাসীর খোঁজ খবর নেন, এবং বিস্তারিত জেনে তাঁর  পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন, ব্যাক্তিগত পক্ষ থেকে স্বেচ্ছায় স্বপ্রনোদিত হয়ে এলাকার খোঁজ খবর নেয়ায় এবং সহযোগিতার আশ্বাস প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ, এদিকে ওসমানীনগর উপজেলার আওয়ামিলীগের সাবেক সহ সভাপতি জনাব সৈয়দ আহমদ বহলুল দেশে ও বিদেশে অবস্থানরত সকল মানবতাবাদি বিত্তশালী দানশীল ব্যাক্তিবর্গের প্রতি মানবতার সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য আকুল আবেদন জানান, এবং অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সকলের প্রতি সাহায্যের আহবান জানিয়ে বলেন আমি আপনাদের একজন স্বজন হিসাবে আপনাদেরকে নিজ নিজ এবং আপনাদের নেতৃত্বাধীন চ্যারেটি সংগঠনের পক্ষ থেকে জরুরী  ত্রাণসামগ্রী ও পুনর্বাসনে বরাদ্ধ নিয়ে এগিয়ে আসার সবিনয় অনুরোধ জানিয়েছেন।
Share Button

     এ জাতীয় আরো খবর