January 11, 2025, 7:58 pm

সংবাদ শিরোনাম

পার্বতীপুর ৩ নং রামপুর ইউনিয়নের মন্ডল পাড়ায়  এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা।

পার্বতীপুর প্রতিনিধিঃ

অদ্য (২০ জুন)পার্বতীপুর ৩ নং রামপুর ইউনিয়নের মন্ডল পাড়ার মানিকের স্ত্রী সাথী আক্তার(২৫) গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেছে।

(২০ জুন) সোমবার আনুমানিক  সকাল ১০/১১ টায় এ ঘটনা ঘটতে পারে বলে জানান এই মামলার এস,আই মোঃ কামাল হোসেন (মডেল থানা পার্বতীপুর) প্রাথমিক হালসুরত দেখে তিনি ধারনা করেন এটি একটি আত্নহত্যা এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আগামী কাল ২১শে জুন ময়না তদন্তের জন্য দিনাজপুরে পাঠানো হবে বলে তিনি জানান। এ বিষয়ে থানায় একটি আত্নহত্য মামলা হয়েছে যার নং ২৪/ স্বামী মানিকের পিতা মোঃ রেজোয়ান আলীকে প্রশ্ন করা হলে তিনি কোন সদোত্তর দেননি, এদিকে সাথীর ভাই হাবিব ও তার চাচার নিকট এ বিষয় ওনাদের প্রতিক্রিয়া জানতে চাইলে মেয়ের চাচা সন্দেহ পোষন করেছেন তিনি বলেন তার মেয়ে আত্নহত্যা করতে পারেনা বলে আমাদেরকে জানান, তবে সব সন্দেহের অবসান ময়না তদন্তে। সাথীর পিতার নাম আক্কাস আলী সাহপাড়া তারাগন্জ,রংপুর।

Share Button

     এ জাতীয় আরো খবর