January 11, 2025, 7:45 pm

সংবাদ শিরোনাম

হিলি পোর্টের অভ্যন্তরে ভারতীয় ভুট্টা বোঝাই ট্রাক থেকে মাদকদ্রব্য উদ্ধার

দিনাজপুরের হিলি কাস্টমস পানামা পোর্টের অভ্যন্তরে ভারতী থেকে

আমদানিককৃত ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে বিপুল পরিমানের
মাদক দ্রব্য উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। ভারতীয় ট্রাকটিকেও জব্দ করা
হয়েছে।
হিলি কাস্টমস এর উপ-কমিশনার কামরুল ইসলাম জানান,জাতীয় নিরাপত্তা
গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিত্বে ভারত থেকে
আমদানিকৃত ভুট্টা বোঝাই ট্রাকে আসছে। এমন খবর পেয়ে অভ্যন্তরে
অভিযান চালিয়ে নং- ডবিøউ বি- ২৩ / ডি ১৩৮১ এর ড্রাইভারে ক্যাবিনে
তল্লাসি করে বিপুল পরিমানের মদ,ফেন্সিডিল ও নেশা ইনজেকশন উদ্ধার করা
হয়।এবং ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য
ফেনসিডিল ৭৫ বোতল,বিভিন্ন প্রকার মদ ১০৩ বোতল,এ্যামপোল ১৩৬৩
পিচ।

Share Button

     এ জাতীয় আরো খবর